ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পর্যটন নগরী কক্সবাজার। ইতোমধ্যেই বুকড হোটেল-মোটেল-গেস্টহাউস।
পর্যটন ব্যবসায়ীরা জানান, রমজান মাস পর্যটকশূন্য থাকায় ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত তারা। তবে ঈদের টানা ছুটিতে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন এমনটাই প্রত্যাশা তাদের। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটিতে কক্সবাজারে প্রতিদিন দেড় লাখের বেশি পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তায় সমুদ্রসৈকতে পেট্রোল টিমের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন পয়েন্ট বসানো হয়েছে সিসি ক্যামরা।