ইসি গঠনে আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

- আপডেট সময় : ০৭:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনে আইনের খসড়া মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি আরো জানান, এই আইনে সার্চ কমিটি থাকবে। ওই কমিটি নাম প্রস্তাব করতে পারবে। নতুন আইনেও ইসি হতে পারে বলে জানান তিনি। এছাড়া, করোনা প্রতিরোধে নতুন করে কঠোর বিধিনিষেধ দেয়ার চিন্তা আছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, নির্বাচন কমিশন গঠনের জন্য আইনের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয়েছে।
পাশ হলে নতুন আইনে ইসি গঠন হতে পারে বলেও জানান তিনি।
সচিব আরো জানান, স্বাস্থ্যবিধি না মানলে সরকার আরও কঠোর হবে।
করোনা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।