আজ জুমাতুল বিদা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / ১৭৯৯ বার পড়া হয়েছে
আজ জুমাতুল বিদা– মাহে রমজানের শেষ শুক্রবার বা বিদায়ী জুম্মা। দিনটি মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত। আরবিতে ‘বিদা’ শব্দের অর্থ বিদায় বা শেষ। জুমাতুল বিদা মানে শেষ জুমা।
মুসলিম উম্মাহর কাছে এটি এক বিশেষ দিন। নানা কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার গুরুত্ব অনেক। জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষ লগ্নে এর চেয়ে ভালো কোনো দিন আর পাওয়া যাবে না। জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে মুসল্লিরা বিশেষ দোয়া করবেন। বিভিন্ন আমল ও নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে মুসলমানরা ক্ষমা ও রহমত কামনা করবেন। রমজান মাস সীমাহীন ফজিলতের মাস। সারা বছরের মধ্যে মুমিনের কাছে রমজান সবচে’ গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানোর পর্ব শুরু হবে।