বাংলাদেশকে ২০ লাখ ৬ হাজার ৪শ’ ডোজ অ্যাস্ট্রোজেনেকার টিকা উপহার দিয়েছে ফ্রান্স।
বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে এই উপহারের টিকা হস্তান্তর করেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে ভারত সরকার বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করেছিলো। সেটা আজ বাতিল করেছে। দেশে এখন করোনার প্রাদুর্ভাব একেবারেই নিচের দিকে রয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।