হত্যা মামলায় ১৩ বছরের কিশোরের পাঁচ বছরের কারাদণ্ড
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
 - / ১৬২০ বার পড়া হয়েছে
 
বাগেরহাটের মোড়েলগঞ্জে মাদরাসা শিক্ষার্থী হিরা আক্তার হত্যা মামলায় হাসান রসিদ মৃধা নামের ১৩ বছরের কিশোরকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
দন্ডের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দন্ডাদেশ প্রাপ্ত হাসান রসিদকে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ নূরে আলম এই আদেশ দেন। ২০১৯ সালের ২ জুলাই বিকেলে মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া প্রামে নিজ ঘরে গাউস শেখ ও নাসিমা বেগম দম্পতির মেয়ে হিরা আক্তারকে হত্যা করে আসামীরা। পরে ৩ জুলাই নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। তবে এই মামলায় আটক অন্য দুই আসামী হাসান রসিদের দাদা ৭৫ বছর বয়সী মোক্তার মৃধা ও তার স্ত্রী মনোয়ারা বেগমের বিচার অন্য আদালতে চলছে।
																			
																		














