স্থগিত হওয়া ১৯ উপজেলা পরিষদে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ১৬৪২ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ১৯ উপজেলা পরিষদে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
১৯ উপজেলার মধ্যে একটিতে ইভিএমে ও বাকি ১৮টিতে ব্যালটে ভোটগ্রহণ হচ্ছে। এ নির্বাচনের মধ্য দিয়েই সমাপ্তি ঘটবে উপজেলা পরিষদ নির্বাচনের।১৯ উপজেলায় মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩৩০ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ১১৯, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেখানে ভোটার সংখ্যা ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন। ভোটকেন্দ্র এক হাজার ১৮১টি।