সৈয়দ আশরাফের আসনে ভোটের লড়াইয়ে নেমেছেন ভাই-বোন
- আপডেট সময় : ০১:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফের আসনে ভোটের লড়াইয়ে নেমেছেন ভাই-বোন। বোন সৈয়দা জাকিয়া নূর লিপি লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। আর নৌকার মনোনয়ন বঞ্চিত ভাই সৈয়দ সাফায়েতুল ইসলাম ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন ছোট বোনের বিরুদ্ধে। ভাই-বোনের এ ভোটের লড়াই এখন জেলার মানুষের মাঝে আলোচনা-সমালোচনার অন্যতম খোরাক।
জাতীয় চার নেতার একজন- শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন কিশোরগঞ্জ-১ আসনের বর্তমান এমপি সৈয়দা জাকিয়া নূর লিপি। দ্বিতীয়বারের মতো নৌকার মনোনয়ন পেয়ে লড়ছেন ভোটের মাঠে। ২০১৯ সালের ৩ জানুয়ারি সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যু হলে ঐ বছরের ২৮ ফেব্রুয়ারী উপ-নির্বাচনে এ আসনে প্রথম এমপি নির্বাচিত হন তিনি। এদিকে, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছোট বোনের বিরুদ্ধে লড়ছেন সৈয়দ সাফায়েতুল ইসলাম। ভাই-বোনের ভোটযুদ্ধে স্থানীয় আওয়ামী লীগসহ ভোটাররা এখন দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।
পিতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও ভাই প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের স্বচ্ছ রাজনীতি এবং গত পাঁচ বছরের উন্নয়ন কর্মকাণ্ডই ভোটের মাঠে তার মূল শক্তি বলে জানান সৈয়দা জাকিয়া নূর লিপি।
ওদিকে, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে বড় ভাই সাফায়েত– বোনের বিরুদ্ধে কাঙ্ক্ষিত উন্নয়নে ব্যর্থতার অভিযোগ এনে প্রার্থী হয়েছেন। বলছেন নির্বাচিত হলে পিতার মতোই জনগণের খেদমত করবেন।
কিশোরগঞ্জ-১ আসনে মোট ভোটার ৫ লক্ষ ১৪ হাজার। এ আসনে এবারের নির্বাচনে মোট সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।