সুষ্ঠু নির্বাচনে কমিশনের সক্ষমতা জানতে আগ্রহী ইউরোপীয় প্রতিনিধি দল
- আপডেট সময় : ০৯:০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সক্ষম কিনা-তা জানতে চেয়েছে ইউরোপীয় প্রতিনিধি দল। ইসির সঙ্গে বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান চিলেরি রিকার্ডো বলেছেন, তাদের দেয়া প্রতিবেদনের ভিত্তিতেই পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত হবে। আর নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, নির্বাচনকালীন সরকার কিংবা সব দলের অংশগ্রহণ নিয়ে আজকের বৈঠকে কোনো আলোচনা হয়নি।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে আসা ইউরোপীয় ইউনিয়নের ৫ সদস্যের প্রতিনিধি দল আসে আগারগাঁও নির্বাচন ভবনে। ইইউর প্রাক-নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষনকারী দলের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনার ও কমিশনের কর্মকর্তারা।
বৈঠকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয় প্রতিনিধি দলকে অবহিত করা হয়।একই সঙ্গে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সম্মতি জানায় ইসি।
বৈঠক শেষে সফররত ইইউ প্রতিনিধি দলের প্রধান চিলেরি রিকার্ডো সাংবাদিকদের বলেন,ইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কিনা সেটি উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেবে
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেন, সুষ্ঠু নির্বাচন করতে ইসি সক্ষম কিনা তা জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ১৮-২২ জুলাইয়ের মধ্যে আবারও ইসির টেকনিক্যাল টিমের সাথে বৈঠক করবেইইউ প্রতিনিধিরা।
এর আগে, গুলশানে ইলেকশন মনিটরিং ফোরামের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। বৈঠক শেষে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান বলেন, বিগত নির্বাচনগুলো কেমন হয়েছে তার জানতে চেয়েছে ইইউ প্রধিনিধিরা।
আগামী জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন বলে ও জানান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।