সুযোগ-সুবিধা নেই বলে নওগাঁর বনগ্রাম আবাসন ছেড়ে চলে যাচ্ছে ভূমিহীনরা
- আপডেট সময় : ০১:৪৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সুযোগ-সুবিধা নেই বলে নওগাঁর বনগ্রাম আবাসন ছেড়ে চলে যাচ্ছে ভূমিহীনরা। আবাসন এলাকায় বেহাল রাস্তা, কর্মসংস্থান নেই, শিক্ষার সুযোগ পাচ্ছে না শিশু-কিশোররা। এর জন্য সঠিক পরিকল্পনার অভাবকে দায়ি করছেন সচেতন মহল।
২০১২ সালে নওগাঁর বদলগাছী উপজেলার পূর্ব বনগ্রামে গড়ে তোলা হয় এই আবাসন। বসবাসের সুযোগ পায় ২৭০টি ভূমিহীন পরিবার। কিন্তু শুরু থেকেই চরম কষ্টে বসবাস করছিলো পরিবারগুলো। বসবাসের সুযোগ পেলেও কর্মসংস্থানের অভাব ও যাতায়াতের বেহাল অবস্থায় টিকে থাকতে পারেনি অনেকেই। বাধ্য হয়ে এরই মধ্যে আবাসন ছেড়ে চলে গেছে দু’শ পরিবার।
আবাসনে নেই শিক্ষা প্রতিষ্ঠান। কর্মসংস্থানে মাছ চাষের জন্য একটি পুকুর থাকলেও, লভ্যাংশ থেকে বঞ্চিত ভূমিহীনরা। তবে অভিযোগকারীরা সমিতির সদস্য নয় বলে দাবি করেছেন সভাপতি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, জেলা প্রশাসক। তবে, বেহাল অবস্থার জন্য নজরদারি ও সঠিক পরিকল্পনার অভাবকে দায়ি করছেন সচেতন নাগরিকরা। আবাসনের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে, বাসিন্দারা।