সিলেটে সব আসনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সিইসি’র

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ১৯৩৩ বার পড়া হয়েছে
সিলেট জেলার ৬টি আসনের ৩৫ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে সিলেট সার্কিট হাউজে এই সভা হয়।
সূচনা বক্তব্যে, সিলেট বিভাগের সব আসনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন সিইসি। তিনি প্রার্থীসহ সবার সহযোগিতা কামনা করেন। সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম। পরে জেলা শিল্পকলা অ্যাকাডেমির সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে নির্বাচন সংক্রান্ত সভা করবেন প্রধান নির্বাচন
কমিশনার।