সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায় আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৪৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায় আওয়ামী লীগ। তবে, কেউ নির্বাচনে না এলে সে সিদ্ধান্ত তাদের। গণভবনে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, দেশের জ্বালানি সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছে ভারত। শিলিগুড়ি থেকে পাইপলাইনে দিনাজপুরে আসবে ডিজেল। কুশিয়ারা পানি বন্টনে সমঝোতা ভারত সফরের বড় অর্জন বলেও জানান শেখ হাসিনা।
ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরের বিস্তারিত তুলে ধরতে গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতেই লিখিত বক্তব্যে ভারত সফরের বিভিন্ন কর্মসূচির বর্ণনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বাংলাদেশের ব্যাপারে ভারতের সব দলের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। এই সফরের মাধ্যমে দু’দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন হয়েছে।
সফরে দেশের প্রাপ্তি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, জ্বালানী সংকট সমাধান ও সীমান্ত সমস্যা ও পানি বন্টনসহ বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা হয়েছে।
যৌথ প্রকল্প বাস্তবায়নে দু’দেশের ঐক্যমতের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য রপ্তানি বিষয়ে ভারতের নতুন উদ্যাগ নেবে।
এক প্রশ্নের জবাবে, আওয়ামী লীগ সব দলের অংশগ্রহনে নির্বাচন চায় বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।