আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের আয়োজন করবে না আওয়ামী লীগ। এছাড়া রাজনীতি করতে খালেদা জিয়ার কোনো আইনি বাধা নেই বলেও জানান আইনমন্ত্রী। আরো বলেন, নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। শর্তানুসারে খালেদা জিয়া রাজনীতিও করতে পারেন না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে রাজনীতিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সক্রিয়তা ও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা তুঙ্গে।
এমন বাস্তবতায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ -বিআইআইএসএস মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবারও বিষয়টি খোলাসা করেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, নির্বাচন প্রক্রিয়ায় সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।
এসময় উঠে আসে খালেদা জিয়ার রাজনীতি করার বিষয়টি। আইনমন্ত্রী জানান, এ বিষয়ে আইনগত কোন বাধা নেই। তবে দণ্ডিত কেউ নির্বাচনে অংশ নিতে পারেন না। এ বিষয়ে কোনো আন্তর্জাতিক চাপ নেই বলেও জানান আইনমন্ত্রী।
তবে সরকারের আরেক মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, শর্ত অনুযায়ী বেগম খালেদা জিয়া রাজনীতি করারও সুযোগ নেই। সেই শর্তেই তাকে জেলের বাইরে রাখা হয়েছে।
সকালে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আইনমন্ত্রীর বক্তব্য গণমাধ্যম ভিন্ন আঙ্গিকে প্রচার করা হয়েছে।