ষোড়শ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ষোড়শ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা শুরু হয়েছে। সকালে স্পীকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। এতে উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকের শুরুতে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ দিতে ওই প্রস্তাব তোলেন। গত ১৬ জানুয়ারি অধিবেশনে বিধান অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ধন্যবাদ প্রস্তাব আনার পরই এর ওপর আলোচনা শুরু হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রথমে আলোচনায় অংশ নেন। ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা শেষে সংসদ তা গ্রহণ করেন। আগামী ২৩ জানুয়ারি সকাল ১১ টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।