শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই : র্যাবের ডিজি
																
								
							
                                - আপডেট সময় : ০৭:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
 - / ১৬৪০ বার পড়া হয়েছে
 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন রেপিড এ্যাকশন ব্যাটালিয়ানের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সারাদেশের পূজা মন্ডপের নিরাপত্তায় রেবের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। দুপুরে বনানী পুজা মন্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
দুপুরে বনানী পূজা মাঠের নিরাপত্তা নিশ্চিতে প্রশিক্ষন প্রাপ্ত ডগ স্কয়াড নিয়ে রেব মহড়া চালায়। এর কিছুক্ষন পরই পূজা মন্ডপ পরিদর্শনে আসেন রেবের মহাপরিচালক চৌধুনী আব্দুল্লাহ আল মামুন।
সারাদেশের পুজা মন্ডপে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রেবের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে জানান সংস্থার মহাপরিচালক।
পূজা উপলক্ষে নাশকতার কোন হুমকি না থাকলেও মন্ডপে যৌন হয়রানি রোধে মোবাইল কোর্ট থাকবে বলে জানায় রেব।
পূজা আয়োজন নিয়ে সন্তোষের কথা জানান গুলশান বনানী সার্বজনীন পূজা উদযাপন ফাউন্ডেশন কমিটির সভাপতি।
সৌহাদ্য ও সম্প্রীতির বাংলাদেশে ধর্মীয় আচর অনুষ্ঠান পালনে সব ধরনের সহযোগীতা নিশ্চিত করছে সরকার।
																			
																		














