মাইক্রোস্কোপ দলের সঙ্গে বিএনপি’র সংলাপে লাভ হবে না : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মাইক্রোস্কোপে দেখা যায় না এমন দলের সাথে সংলাপ করে বিএনপি’র কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন গ্রহণ শেষে তথ্যমন্ত্রী জানান, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে শুধুমাত্র সরকারি দল নয়, সব দলকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বিদেশিদের মন্তব্য করার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বিদেশীরা অবশ্যই পরামর্শ দিতে পারেন; কিন্তু সেই পরামর্শ যেনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না হয়। একইসঙ্গে কূটনৈতিক শালীনতা যেনো লঙ্ঘন না হয়, সে দিকেও নজর দেয়া আহ্বান জানান ড. হাছান মাহমুদ।