বেসরকারি ফলাফলে ২২৩টি আসনে জয় আ’লীগের
- আপডেট সময় : ১১:৩৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- / ১৭১৬ বার পড়া হয়েছে
দ্বাদশ সংসদ নির্বাচনের ২৯৯ আসনের বেসরকারী ফলাফলে ২শ’ ২৩টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এছাড়া ১১টিতে জাতীয় পার্টি, ৬২টিতে স্বতন্ত্র প্রার্থীরা এবং কল্যাণ পার্টি, জাসদ ও ওয়ার্কার্স পার্টি ১টি করে আসনে জয় পেয়েছে। অনেক আসনেই আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরা স্বতন্ত্রদের কাছে ধরাশায়ী হয়েছেন।
গোপালগঞ্জ-৩ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নোয়াখালীর নিজ আসনে জিতেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন নিজ নিজ আসনে জয়ী হয়েছেন। চট্টগ্রাম-৭ আসনে নির্বাচিত হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তবে কুষ্টিয়া-২ আসনে নৌকার প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে বড় ব্যবধানে পরাজিত করেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আরেফিন। টাঙ্গাইল-৮ আসনে হেরেছেন কাদের সিদ্দিকীও। রাজশাহীতে হেরেছেন ফজলে হোসেন বাদশা। পিরোজপুরে হেরেছেন আনোয়ার হোসেন মঞ্জু। আর মাগুরায় বিপুল ভোটে জয়ী হয়েছেন সাকিব আল হাসান। ফরিদপুর সদর আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ। দোহারে জিতেছেন সালমান এফ. রহমান।
নির্বাচনে সারাদেশে প্রতিদ্বন্দিতা করেন ১ হাজার ৯৭০ প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী; বাকি ৪৩৬ জন ছিলেন স্বতন্ত্র। সবচেয়ে বেশি– ২৬৬ জন প্রার্থী দেয় আওয়ামী লীগ। ২৬৫ প্রার্থী দেয় জাতীয় পার্টি। আর তৃতীয় সর্বোচ্চ ১৩৫ প্রার্থী ছিল তৃণমূল বিএনপির। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জন।