বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
- আপডেট সময় : ০৯:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্কে গত সপ্তাহে একদিনেই জ্বালানি তেলের দাম কমেছে ব্যারেল-প্রতি প্রায় ১০ মার্কিন ডলার। তবে এর আগে থেকেই বিশ্ববাজারে তেলের দাম ছিল নিম্নমুখী। এ নিয়ে টানা ছয় সপ্তাহ ধরে তেলের দাম কমলো আন্তর্জাতিক বাজারে।
বিনিয়োগকারীদের আশঙ্কা, ওমিক্রন বেড়ে গেলে জ্বালানি তেলের চাহিদায় আবারও ধস নামতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ছয়টি অঙ্গরাজ্যে ওমিক্রন শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা, ওপেক বিশ্ববাজারে প্রতিদিন চার লাখ ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে। ফলে চাহিদা কমে যাওয়ার আশঙ্কার মধ্যে তেলের সরবরাহ বাড়লে আন্তর্জাতিক বাজারে এর দাম আরও কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্ববাজারে তেলের দাম কমলেও গত ৩ নভেম্বর বাংলাদেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ায় সরকার।