বাংলাদেশ ক্রিকেট লিগে রেকর্ড পঞ্চমবারের মতো শিরোপা জিতলো সাউথ জোন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৭০ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট লিগে রেকর্ড পঞ্চমবারের মতো শিরোপা জিতলো সাউথ জোন। ফাইনালে ইস্ট জোনকে ১০৫ রানে হারিয়েছে আব্দুর রাজ্জাকের দল।
৩৫৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ছন্দহীন ইস্ট জোন। ৩৩ রানের মধ্যেই সাজঘরে ফেরেন মোহাম্মদ আশরাফুল, পিনাক ঘোষ ও ইমরুল কায়েস। এরপর মাহমুদুল হাসান ও আফিফ হোসেন বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। ৮১ রানের জুটি ভাঙে ৩১ রানে আফিফ ফিরলে। এরপর জোড়া আঘাত হানেন ফরহাদ রেজা। তানজিদ হাসানের পর মাহমুদুল হাসান ফেরেন ইনিংস সর্বোচ্চ ৮১ করে। মাঝে জাকির হাসান চেস্টা করেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ২৪৮ রানে অলআউট হয় ইষ্ট জোন। তিনটি করে উইকেট নেন শফিউল ও মেহেদী হাসান। এর আগে, ৮ উইকেটে ১২৫ রানে দিন শুরু করে সাউথ জোন। আগের দিনের সাথে ১৫ রান যোগ করতে শেষ ২ উইকেট হারায় দলটি। ৪টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও আবু হায়দার।






















