বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো ঠিক হয়নি : রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ১৭৮৮ বার পড়া হয়েছে
বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, খন্দকার মোশতাক ছবি নামালেও জিয়াউর রহমান তার ছবি পুনরায় টাঙিয়েছিলেন।
সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে রিজভী আরও বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন। স্বাধীনতার পরে সব দল নিষিদ্ধ করেছিলেন।গণতন্ত্র হত্যার ধারা তার হাত দিয়ে এসেছে। শেখ মুজিবুর রহমান তার অঙ্গীকার রক্ষা করতে পারেননি। স্বাধীনতার আন্দোলনে তিনি ভূমিকা রাখলেও স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিব কোনো ভূমিকা রাখেননি। স্বাধীনতার যুদ্ধে অবদান রেখেছিলেন জিয়াউর রহমান।