প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন উজরা জেয়া
- আপডেট সময় : ০৯:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ১৯৪৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। বৈঠকে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রত্যাশার কথা জানান তিনি। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রীরা সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশ্বাস দেন। আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি গুরুত্ব পায়। তবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান দুই মন্ত্রী- আনিসুল হক ও আসাদুজ্জামান খান কামাল।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার এবং রোহিঙ্গা সংকটসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সরকারের অঙ্গীকার। অবাধ-সুষ্ঠু নির্বাচন এবং মানুষের ভোটের অধিকারের জন্য তিনি এবং তার দল সংগ্রাম করছে।
উজরা জেয়া বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের প্রতিশ্রুতিকে সহায়তা করতেই নতুন মার্কিন ভিসানীতি।
প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর সচিবালয়ে উজরা জেয়া, ডোনাল্ড লু-সহ সাত সদস্যের প্রতিনিধি দল আইনমন্ত্রীর সাথে বৈঠক করেন।
বৈঠক শেষে আলোচনার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন আইনমন্ত্রী।
ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আনিসুল হক।
পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন আন্ডার সেক্রেটারি। আলোচনায় প্রাধান্য পায়, বাংলাদেশের আগামী নির্বাচন, মানবাধিকার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি।
রোহিঙ্গা আশ্রয়ের প্রসংশার পাশাপাশি বাংলাদেশের চলমান উন্নয়ন নিয়ে প্রতিনিধি দল উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।