পেঁয়াজ কান্ডে ভারতের একটি আদালতে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
পেঁয়াজ রপ্তানী বন্ধের প্রতিবাদে এবং টেন্ডারের পেঁয়াজ বাংলাদেশে পাঠানো অনুমতি চেয়ে ভারতের একটি আদালতে মামলা করেছেন ভারতীয় রফতানিকারকরা। আজ এ সম্পর্কে শুনানি হওয়ার কথা রয়েছে।
আদেশ পেলে মজুদ করা ভারতীয় পেঁয়াজ রফতানি করা হবে বাংলাদেশে। দিনাজপুরের হিলির আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানিয়েছেন, ভারতীয় রফতানিকারক অনিল ঠাকুর ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানির জন্য যেসব টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। সেসব পেঁয়াজ রফতানির অনুমতি চেয়ে ভারতের আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভারত সরকার গেল ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
















