পথে বিশ্রামের জন্য পণ্যবাহী গাড়িচালকদের জন্য কুমিল্লায় নির্মাণ হচ্ছে বিশ্রামাগার

- আপডেট সময় : ০১:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
মহাসড়কে দীর্ঘপথ অবিরাম গাড়ি চালানোর কারণে চালকদের শরীরে ক্লান্তি চলে আসে। চোখে ঘুম নিয়ে পণ্যবাহী পরিবহন চালানোর ফলে সড়কে বাড়ছে দুর্ঘটনা। বিরামহীন গাড়ি না চালিয়ে, পথে বিশ্রামের জন্য পণ্যবাহী গাড়িচালকদের জন্য কুমিল্লায় নির্মাণ হচ্ছে বিশ্রামাগার। ভ্রমণজনিত ক্লান্তি দূর করে স্বস্তিদায়ক যাত্রায় এবার ভোগান্তি কমবে চালকদের।
ভ্রমণজনিত ক্লান্তি দূর করে ভোগান্তি কমবে চালকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন চলাচল করে হাজার হাজার পণ্যবাহী পরিবহন।পণ্য নিয়ে দীর্ঘ পথ অতিক্রমের সময় নির্দিষ্ট কোন স্থান না থাকায়, সড়কের পাশেই গাড়ি রেখে চালক-হেলপারদের সারতে হচ্ছে গোসল, খাবার কিংবা বিশ্রামের কাজ। ফলে মাঝে মাঝে ঘটছে দূর্ঘটনা। টেকসই ও নিরাপদ মহাসড়ক গড়ে তুলতে, কুমিল্লার নিমসার মহাসড়কে ট্রাকচালকদের জন্য তৈরি হচ্ছে পার্কিং সুবিধা সম্বলিত আধুনিক বিশ্রামাগার। তবে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন ট্রাক চালক ও হেলপাররা।
পার্কিং ব্যবস্থা, বিশ্রামাগার, খাবার হোটেল ও কফি শপসহ ৫৬ কোটি টাকা ব্যায়ে নির্মানাধীন প্রকল্পটিতে থাকছে আধুনিক সকল সুবিধা। চলতি বছরের ডিসেম্বরে এর কাজ শেষ হওয়ার কথা জানায় সড়ক ও জনপথ বিভাগ। আর দ্রুত বিশ্রামাগারটি চালুর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।