ধোনির ঝড়ে আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংস

- আপডেট সময় : ০৭:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১৬১৬ বার পড়া হয়েছে
মহেন্দ্র সিং ধোনির শেষদিকের ঝড়ে আইপিএলের ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। দিল্লির দেয়া ১৭৩ রানের টার্গেট ৪ উইকেট আর ২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ধোনির দল।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে ধাওয়ান আর শ্রেয়াশ আয়ার সুবিধা করতে পারেননি দিল্লির হয়ে। তবে একপাশ আগলে ঝড় তুলেন পৃথ্বী শ্ব। ৩৪ বলে তার ৬০ রানের সাথে রিশাভ পন্থের ৫১ রানে ১৭২ রানের স্কোর পায় দিল্লি। জবাবে শুরুতেই উইকেট হারায় চেন্নাই। দ্বিতীয় উইকেটে রুতুরাজ গাইকাওয়াড আর রবিন উথাপ্পার ১১৩ রানের জুটির পরও হার চোখ রাঙ্গাচ্ছিল চেন্নাইকে। গাইকাওয়াড ৭০ আর উথাপ্পা ফেরেন ৬৩ রান করে। তবে, পরে ঝড় তোলে চেন্নাই অধিনায়ক। ৮ বলে ১৯ রানের সমীকরণে ১ ছয় আর তিন চারে জয় নিশ্চিত করেন মহেন্দ্র সিং ধোনি। এই নিয়ে ধোনির নেতৃত্বে আইপিএলে ১২ আসরে অংশ নিয়ে ৯ বারই ফাইনালে উঠলো চেন্নাই। এদিকে, আজ এলিমিনেটর ম্যাচে ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা।