ধর্মনিরপক্ষ মানে ধর্মহীন বাংলাদেশ নয় : দীপু মনি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ধর্মনিরপক্ষ মানে ধর্মহীন বাংলাদেশ নয়। বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হাজার হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে করছে।
দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ এবং হাজীগঞ্জে বিভিন্ন মন্দিরে হামলা ও সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
দীপু মনি বলেন, এদেশে, এই ভূখণ্ডে নানা ধর্মের নানা ভাষার মানুষ এসেছে। পাশাপাশি বসবাস করে করছে। এখানে যার যার ধর্ম বা উৎসব শান্তিপূর্ণভাবে পালন করছে। প্রতিটি ঘটনার তদন্ত চলছে। যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকেই ছাড় দেওয়া হবে না।