ডিজিটাল নিরাপত্তা আইনের কোনো অপব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে : আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
বৈদেশিক অনুদান রেগুলেশন আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, বিগত আট মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের কোনো অপব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাজধানীতে এক অনুষ্ঠানেএসব কথা বলেন আইনমন্ত্রী। প্যানেল আলোচনায় আইন দুটির অপপ্রয়োগসহ নানা সমস্যার কথা তুলে ধরেন টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ বিশিষ্টজনরা।
ইউএসএইডের প্রোগ্রামিং এডভোকেসি এন্ড রাইটস প্রকল্পের আওতায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে, বৈদেশিক অনুদান রেগুলেশন আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সেমিনারের আয়োজন করে কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সেন্ট্রার ফর নট ফর প্রফিট ল।
আলোচনায় অংশ নিয়ে আইন দুটির নানা অসঙ্গতি তুলে ধরেন বিশিষ্টজনরা।
ডিজিটাল নিরাপত্তা আইন কারো বাকরুদ্ধ করার জন্য করা হয়নি বলে জানান প্রধান অতিথি আইনমন্ত্রী।
তবে এ আইনের কিছু অপব্যবহার হয়েছে স্বীকার করে, বিগত আট মাসের অলোচিত মামলার নথি খতিয়ে দেখার কথা জানান তিনি।
আইন দুটির সংশোধনে সুশীল সমাজে প্রতিনিধিদের সাথে আলোচনা করার কথাও জানান অনিসুল হক।