ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে দু’দিনে একই পরিবারের দুজনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে দু’দিনে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আরও তিনজন সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
জেলার স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ওই গ্রাম পরিদর্শন করেছে। তারা আশপাশের লোকজনকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বর্তমানে ঢাকার ৪ সদস্যের একটি বিশেষজ্ঞ দল এলাকা পরিদর্শন করছে, তারা রোগীদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠাবেন বলেও জানান। গত বছর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে একই পরিবারের ৪জনের মৃত্যু হয়েছিল।