টানা চতুর্থবার সরকার গঠন করল আওয়ামী লীগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
- / ১৭০২ বার পড়া হয়েছে
সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যরা। সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারা। গতকাল রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে সকাল ১০টায় ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রীসভার সদস্যরা। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি সেখানে আরেকবার শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার ৩৬ জন সদস্য। শপথ-বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ।