চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের দেওয়ার প্রতিবাদে জোরদার হচ্ছে আন্দোলন
- আপডেট সময় : ০৪:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ১৫০৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশিদের হাতে পরিচালনায় দেওয়ার প্রতিবাদে জোরদার হচ্ছে আন্দোলন। আন্দোলনকারীরা বলছেন, বন্দর নিয়ে সব ধরনের ষড়যন্ত্র কঠোর কর্মসূচির মাধ্যমে প্রতিহত করা হবে । এনসিটিসহ চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেয়ার চেষ্টা বন্ধ এবং লালদিয়া ও পানগাঁও বন্দর ইজারা বাতিলের দাবিতে আগামী বুধবার চট্টগ্রাম বন্দর এলাকার সব প্রবেশপথ অবরোধের ঘোষণা দিয়েছে তারা।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল- এনসিটি চট্টগ্রাম বন্দরের অন্যতম বড় টার্মিনাল। বন্দরের সিংহভাগ আমদানি-রপ্তানি হয় এ টার্মিনাল দিয়ে। দীর্ঘদিন পরিচালনার দায়িত্বে থাকা সাইফ পাওয়ারটেকের সাথে চুক্তি শেষ হলে গত ৭ জুলাই এনসিটি পরিচালনার দায়িত্ব পায় নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেড।
সম্প্রতি লালদিয়া ও পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি দুটি প্রতিষ্ঠানকে দেওয়ার পর এবার এনসিটির পরিচালনা বিদেশি প্রতিষ্ঠানকে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। আর এ নিয়ে মানববন্ধন, মশালমিছিল, অনশন, সভা-সেমিনারসহ নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। এসব আয়োজনে সবার একটাই কথা- বন্দর নিয়ে সব ধরনের ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে।
বিভিন্ন সেক্টরের শ্রমিক নেতারা বন্দর রক্ষার আন্দোলনে সংহতি জানিয়ে অবিলম্বে সরকারকে বিদেশিদের বন্দর পরিচালনা দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।
এদিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সকল কার্যক্রম মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।




















