গাজীপুর সিটি নির্বাচনে ৩৫১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা
- আপডেট সময় : ০১:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি নির্বাচনে ৩৫১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিণ্হিত করে বাড়তি ব্যবস্থা নেয়া হয়েছে। এ জন্য আইন শৃঙ্খলায় রক্ষায় প্রায় ১৩ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
দুপুরে শহিদ বকরত স্টেডিয়ামে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম। বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সেদিকে সতর্ক থাকতে হবে। সবাই তাকিয়ে আছে, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে। কেউ যেন মাস্তানি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে সবার দৃস্টি আকর্ষণ করেন তিনি।
আর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানান রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। বলেন, প্রত্যেকটা কেন্দ্র গুরুত্বপূর্ণ বিবেচনা করে ফোর্স ডেপলয়মেন্ট করা হচ্ছে। ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে। কয়েকস্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।ব্যক্তির দায় প্রতিষ্ঠান মেনে নেবে না। সততা ও দায়িত্বশীল হয়ে দায়িত্ব পালন করতে হবে। এদিকে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ইভিএমের সরঞ্জামাদি বিতরণ করছে নির্বাচন কমিশন।