কালবৈশাখী ঝড়ে অন্তত ৯ জন নিহত
- আপডেট সময় : ১০:৩৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। ঝালকাঠিতে বজ্রপাতে নারী ও শিশুসহ তিনজন, পটুয়াখালীর বাউফলে দু’জন, ভোলা, পিরোজপুর, নেত্রকোণা ও বাগেরহাটে একজন করে নিহত হয়েছেন। এছাড়া অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠিতে প্রবল ঝড় ও বর্ষণের সাথে ব্যাপক বজ্রপাত হয়। এ সময় জেলার কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়নের মুন্সিরাবাদ গ্রামে হেলেনা বেগম নামে একজন বজ্রপাতে মারা যান। এদিকে, কালবৈশাখী ঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে পটুয়াখালীর বাউফল উপজেলা। ঝড়ের সময় গাছচাপা পড়ে একজন মারা গেছেন এবং এক শিশুকে ঝড়ের পর রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গেছে। ভোলা জেলার লালমোহন ও মনপুরা উপজেলায় কালবৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা বসতঘর বিধ্বস্ত হয়েছে। পিরোজপুরবাসীও দেখেছে কালবৈশাখীর তাণ্ডব। এসময় পৌর এলাকার শারিকতলা ইউনিয়নের মরিচাল গ্রামে ঘরের উপর গাছচাপা পড়ে রুবী বেগম নামে এক নারী নিহত হন। এদিকে, নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে শহীদ মিয়া নামে একজন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চর সোনাকুর এলাকায় বজ্রপাতে লিকসান সরদার নামে নিহত হয়েছেন আরেকজন।