ইসরাইলকে পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়ে প্রস্তাব পাস জাতিসংঘে

- আপডেট সময় : ০১:১৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ইসরাইলকে পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়ে প্রস্তাব পাস জাতিসংঘে
জাতিসংঘ এক প্রস্তাব পাস করে ইসরাইলকে তার পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়েছে। গতকাল মঙ্গলবার ‘পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্র বিস্তারের বিপদ’ শীর্ষক ওই প্রস্তাব পাস করে জাতিসংঘের সাধারণ পরিষদ। ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, সাধারণ পরিষদের ওই প্রস্তাবের পক্ষে ১৫৩ দেশ ও বিপক্ষে ছয় দেশ ভোট দেয়। এছাড়া, ২৫ দেশ ভোটদানে বিরত থাকে। যেসব দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সেগুলো হচ্ছে আমেরিকা, কানাডা, ইসরাইল, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ ও মাইক্রোনেশিয়া। ইসরাইলের ‘দিমুনা’ পরমাণু স্থাপনা; এখান থেকেই শত শত পরমাণু অস্ত্র তৈরি করেছে তেল আবিব। প্রস্তাবে ইসরাইলকে বলা হয়েছে, সে যেন আর কোনো পরমাণু অস্ত্র সংরক্ষণ না করে।সেইসঙ্গে নতুন করে কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষা বা নতুন করে এই অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকতেও তেল আবিবের প্রতি আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব ইসরাইলের সব পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র পরিদর্শনের আওতায় আনারও আহ্বান জানিয়েছে