আসপিয়া ইসলামের পরিবারকে জমি ও ঘর বরাদ্দ দেয়ার উদ্যোগ নিয়েছে বরিশাল জেলা প্রশাসন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৬২৯ বার পড়া হয়েছে
ভূমিহীন হওয়ার কারণে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ আটকে যাওয়া আসপিয়া ইসলামের পরিবারকে জমি ও ঘর বরাদ্দ দেয়ার উদ্যোগ নিয়েছে বরিশাল জেলা প্রশাসন। যত দ্রুত সম্ভব আসপিয়ার পরিবারকে জমি ও ঘর দেয়ার জন্য হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জসীম উদ্দিন হায়দার।
তবে জমি ও ঘর পেলেও আসপিয়ার পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিষয়টি এখনো অনিশ্চিত। কারণ, চাকরির আবেদনের সময় তাঁর স্থায়ী ঠিকানা ছিল কিনা, বিধি অনুযায়ী সেটাই ধরা হবে। এদিকে ভূমিহীন হওয়ার কারণে চাকরি না পাওয়া আসপিয়াকে জমি দান করার ঘোষণা দিয়েছেন গাজীপুরের শ্রীপুরের চাল ব্যবসায়ী- মেজবাহ উদ্দিন। গণমাধ্যমকে তিনি তার এ অভিপ্রায় জানান।




















