৮৬ বছর পর চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
৮৬ বছরের ইতিহাসে এই প্রথম চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সকালে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। গেল ১২ মে নির্বাচন পরিচালনাকারী রিটার্নিং অফিসার ও জেলা সমাজসেবা কার্যালযের প্রধান কর্মকর্তা রজত শুভ সরকার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্যসহ ২৭টি পদে লড়ছেন ২৯ জন প্রার্থী। নির্বাচিত প্রতিনিধিরা ৪ বছরের জন্যে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে মোট ভোটার ৫৭ জন। এদিকে, প্রথমবারের মতো নির্বাচন হওয়ায় ক্রীড়াপ্রেমিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


























