৮৬ বছরের ইতিহাসে এই প্রথম চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সকালে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। গেল ১২ মে নির্বাচন পরিচালনাকারী রিটার্নিং অফিসার ও জেলা সমাজসেবা কার্যালযের প্রধান কর্মকর্তা রজত শুভ সরকার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্যসহ ২৭টি পদে লড়ছেন ২৯ জন প্রার্থী। নির্বাচিত প্রতিনিধিরা ৪ বছরের জন্যে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে মোট ভোটার ৫৭ জন। এদিকে, প্রথমবারের মতো নির্বাচন হওয়ায় ক্রীড়াপ্রেমিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।