৩১ আগস্টের মধ্যে মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাবে
- আপডেট সময় : ০১:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
আফগানিস্তান থেকে মার্কিন সেনা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহারের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্র সেই সময়সীমার মধ্যেই তাদের উদ্ধার অভিযান শেষ করতে চায়। নির্দিষ্ট সময়ের মধ্যেই মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাবে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।
এই সময়সীমা আরো বাড়ানোর জন্য বিভিন্ন দেশ যে আহ্বান জানাচ্ছে, তাতে কোনো সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র। পেন্টগনের মুখপাত্র জানিয়েছেন, তাদের পরিকল্পনা রয়েছে গত এপ্রিলে প্রেসিডেন্ট জো বাইডেনের আদেশ অনুযায়ী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করা। এ সময় তালেবানের পক্ষ থেকে জানানো হয়, কোনোভাবেই বিদেশি সেনাদের আফগানে থাকতে সময় বৃদ্ধি করা হবে না। ডেডলাইনের মধ্যেই দেশ ছাড়তে হবে বিদেশিদের। পেন্টাগন মুখপাত্র বলেন, এই সময়সীমার কোনো পরিবর্তন হয়নি। কয়েকদিনের মধ্যে তাদের সেনা সদস্যদের সরিয়ে নেওয়া হবে। কাবুল বিমানবন্দরে এখন পর্যন্ত সাত হাজার মার্কিন সেনা রয়েছে।


























