৩ দিন অপেক্ষার পর দেশে ফিরছেন ভারতে আটকে পড়া বাংলাদেশিরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
৩ দিন অপেক্ষার পর ভারতে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন।
কোলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের এনওসি এবং করোনার নেগেটিভ সনদ নিয়ে দুপুরে তারা দেশে প্রবেশ করেন। এসময় ইমিগ্রেশন, কাষ্টমস এবং স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিকতা শেষে তাদের স্থানীয় ৩টি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সেখানে নিজ খরচে অবস্থান করবেন। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেকেন্দার আলী জানান, করোনার কারণে গত ১২ মার্চ সরকার ভারতে অবস্থান করা বাংলাদেশিদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয়। তার পরেই গেল বুধবার দুপুরে ভারতে অবস্থান করা ১৯ জন বাংলাদেশি যাত্রী কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি এবং ৭২ ঘন্টার মধ্যে করোনার সনদ নিয়ে হিলি চেকপোস্ট দিয়ে দেশে আসেন।