৩ আগস্টের মধ্যে শেষ করতে হবে ইউরোপা ও চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
৩ আগস্টের মধ্যে শেষ করতে হবে ইউরোপা ও চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর। তা না হলে বিকল্প পথ বেছে নিতে হবে। এমনটাই জানিয়েছেন উয়েফার প্রেসিডেন্ট আলেকসান্দার সেফেরিন।
করোনাভাইরাসের কারণে স্থবির পুরো ক্রীড়াঙ্গন। যার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত উয়েফা ২০১৯-২০ চ্যাম্পিয়ন্স ও ইউরোপা লিগের এবারের আসর। এতে করে শঙ্কা দেখা দিয়েছে আসর শেষ করা নিয়ে। এমন পরিস্থিতে লিগ শেষ করতে বেশ কয়েকটি পথ অবলম্বন করার কথা ভাবছে উয়েফা। তবে, তা ৩ আগস্টের মধ্যে হতে হবে বলে জানিয়েছেন উয়েফার প্রেসিডেন্ট। এদিকে লিগ শুরু হলে কিভাবে চলবে তারও একটি রূপরেখার ইঙ্গিত দিয়েছেন সেফেরিন। এক লেগে শুরু অথবা সেমিফাইনাল বা শেষ আটের খেলা একটি শহরে হতে পারে বলে জানান তিনি।