২০১৯-২০ অর্থ বছরে খাগড়াছড়িতে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

- আপডেট সময় : ০৬:৪২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
“পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান” শীর্ষক স্কীমের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে খাগড়াছড়ি পার্বত্য জেলার নির্বাচিত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এর হলরুমে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা ।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা ডা. প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পৌর মেয়র রফিকুল আলমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি জেলার ৭৭০ জন অস্বচ্ছল শিক্ষশার্থীদের মাঝে ৬৬ লক্ষ ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। বিশ্ব বিদ্যালয় পর্যায়ে ১০ হাজার ও কলেজ পর্যায়ে ৭ হাজার টাকার এককালীন বৃত্তি প্রদান করা হয়।