১৯ জন বিরোধীদলীয় সংসদ সদস্যকে ভারতের রাজ্যসভা থেকে বরখাস্ত

- আপডেট সময় : ০২:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
মূল্যস্ফীতি নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা সময় ‘উশৃঙ্খল আচরণের’ জন্য সংসদের ১৯ জন বিরোধীদলীয় সংসদ সদস্যকে ভারতের রাজ্যসভা থেকে বরখাস্ত করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ৭ জনসহ ১৯ বরখাস্ত সদস্যকে সংসদের বর্ষাকালীন অধিবেশনে যোগদানের বিষয়ে এক সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ক্ষমতাসীন বিজেপির পীযূষ গয়াল বলেন, তারা স্পিকারের আবেদন উপেক্ষা করছিল। বরখাস্ত হওয়া তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও’ব্রায়েন সংবাদ মাধ্যমকে বলেন, এই সরকার গণতন্ত্রকে বরখাস্ত করেছে। ওই সংসদ সদস্যরা বিরোধী সংসদ সদস্যদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের প্রতিবাদ অব্যাহত রাখায় সংসদ এক ঘণ্টার জন্য মুলতবি করা হয়। বিগত কয়েক বছরের মধ্যে এই প্রথম এত সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলো। ২০১৯ সালের জানুয়ারিতে, তৎকালীন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন টিডিপি এবং এআইএডিএমকে-এর ৪৫ জন সদস্যকে কর্মসূচি ব্যাহত করার জন্য বরখাস্ত করেছিলেন।