১১ দফা দাবিতে চতুর্থ দিনের মতো রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন চলছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
মজুরী কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরী আদায়সহ ১১ দফা দাবিতে চতুর্থ দিনের মতো রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের চলছে আমরণ অনশন কর্মসূচি। খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও নরসিংদিতে পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদ এ কর্মসূচির ডাক দিয়েছে।
মজুরী কমিশন বাস্তবান ও বকেয়া মজুরি আদায়সহ ১১ দফা দাবিতে গেল রোববার থেকে মিলের গেইটে অবস্থান নিয়ে এই কর্মসুচি শুরু করে তারা। টানা ৪৮ ঘন্টারও বেশী সময় অনশনে থাকাসহ কনকনে শীতের মধ্যে খোলা আকাশের নিচে রাত কাটাতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পরায় তাদেরকে চকবাজার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনরত শ্রমিকরা জানান, বারবার তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে বাস্তবায়ন না করায় বাধ্য হয়েই আন্দোলনে যেতে হচ্ছে তাদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আন্দোলনরত শ্রমিকরা।