১০ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন ইমরান খান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ১৭১১ বার পড়া হয়েছে
১০ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। চলতি বছরের ২৫ মে আজাদি মার্চের ঘটনায় তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। জেলা ও দায়রা জজ কামরান বাশারত মুফতির আদালতে হাজির হয়ে জামিন চান সাবেক এই প্রধানমন্ত্রী।
লংমার্চের পর প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা দায়ের করা হয়। ১০টিতে তিনি ৫০ হাজার টাকার জামিন মুচলেকায় অন্তর্বর্তীকালীন জামিন পান। এদিকে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সমর্থিত প্রার্থী পারভেজ এলাহীকেই পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এতে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ তার পদ হারিয়েছেন।