হেমন্তের শুরুতেই পঞ্চগড়ের হাট- বাজারে আগাম শীতকালীন শাকসবজিতে সয়লাব
- আপডেট সময় : ০৬:১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
হেমন্তের শুরুতেই পঞ্চগড়ের হাট- বাজারগুলোতে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন শাকসবজি। মৌসুমের শুরুতেই বাজার চাহিদা ও ভালো দাম পাওয়ায় দারুণ খুশি চাষীরা। জেলা কৃষি বিভাগ বলছে, আগাম উৎপাদিত শীতকালীন শাকসবজি মানুষের স্বাস্থ্য ঝুঁকি রোধে ক্ষেতে জৈব বালাইনাশক ব্যবহারে চাষীদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
পঞ্চগড়ের হাট-বাজারগুলোতে আগাম শীতকালীন শাকসবজি উঠতে শুরু করেছে। শহর থেকে গ্রামাঞ্চলের হাট- বাজারগুলোতে মিলছে ফুলকপি, পাতাকপি,শিম, লাউ, মূলা, গাজর, টমেটো, ধনেপাতা, লালশাক, শরষেসহ আরও বেশ কয়েক পদের শাকসবজি। মৌসুমের শুরুতে এসব শাকসবজির বাজার চাহিদা ও দাম দুটোই বেশি থাকায় স্থানীয় চাষীরা বেশ লাভবান হচ্ছে। তাছাড়া নতুন শাকসবজির স্বাদ নিতে ক্রেতারা বেশি আগ্রহী হওয়ায় আড়ৎদারদের পাশাপাশি ক্ষুদ্র শাকসবজি ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন।
স্থানীয় সবজি চাষীরা বলছেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় এবার ফলন ভালো হবার পাশাপাশি বাজার চাহিদা থাকায় লাভবান হচ্ছে তারা ।
আগাম শাকসবজি ক্ষেতে চাষীদের জৈব বালাইনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।
চলতি মৌসুমে জেলায় ১ হাজা ৯`শ ৫ হেক্টর জমিতে আগাম শীতকালীন শাকসবজি চাষ করা হয়েছে।




















