হবিগঞ্জের চা শ্রমিক নেতাদের সাথে রুদ্ধদার বৈঠকেও সমাধান হয়নি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
হবিগঞ্জের চা শ্রমিক নেতাদের সাথে রুদ্ধদার বৈঠকেও সমাধান হয়নি চলমান আন্দোলন।
গতকাল হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার এসএস মুরাদ আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা চা শ্রমিক নেতাদের সাথে আবারও বৈঠকে বসেন। দীর্ঘ সাড়ে চার ঘন্টার আলোচনায় সংকট নিরসনে কোন সমাধান হয়নি।
এ নিয়ে প্রশাসনের সাথে ৪ দফা বৈঠক হলেও দাবী আদায়ের কোন খবর নেই।
দু’পক্ষের অনড় অবস্থানে হুমকির মুখে হবিগঞ্জের চা শিল্প। গাছের চা পাতা বড় হয়ে উৎপাদন ক্ষমতা হারাচ্ছে।
এর আগে উত্তোলন করা পাতাও নষ্ট হয়ে গেছে।
দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে ৯ আগষ্ট থেকে শুরু হয় চা-শ্রমিকদের কর্মবিরতি। আজ ১৭তম দিন চলছে আন্দেলনের।





















