হজ যাত্রীদের হয়রানি ঠেকাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৬:১৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
হজ যাত্রীদের হয়রানি ঠেকাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ধাপে ধাপে হজ ক্রার্যক্রম সহজ করেছে। সকাল রাজধানীর আশকোনায় হজ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনার কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, হজ যাত্রীদের হয়রানি বন্ধে সচেষ্ট রয়েছে সরকার। বর্তমান সরকারের আমলে হজ কার্যক্রম ধাপে ধাপে সহজতর করা হয়েছে।
তিনি আরো বলেন, হজ যাত্রীরা ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে।
হজযাত্রীদের সৌদি নিয়ম-কানুন ও আইন মেনে চলার পরামর্শ দেন সরকার প্রধান।
ইবাদতের পাশাপাশি দেশের সম্মান বজায় রাখতে হজ যাত্রীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।