সয়াবিনের বাজারে চলছে নৈরাজ্য, সৃষ্টি করা হয়েছে কৃত্রিম সংকট
- আপডেট সময় : ০৪:৫৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
সয়াবিনের বাজারে চলছে নৈরাজ্য, সৃষ্টি করা হয়েছে কৃত্রিম সংকট। সপ্তাহের ব্যবধানে ভোজ্য তেলের দাম আকাশচুম্বি। ক্রেতাদের অভিযোগ, তেলের বোতলের লেভেলে লেখা মূল্যের চেয়ে বেশি দাম নিচ্ছে ব্যবসায়ীরা। ভোজ্য তেলের পাশাপাশি দাম বেড়েছে পেঁয়াজসহ সব রকম খাদ্যপণ্যের।
দ্রব্যেমূল্য ক্রমাগত উর্ধ্বমূখী হওয়ায় বাজারে বিরাজ করছে অস্থির অবস্থা। নিত্যপ্রয়োজনীয় পণ্যেরদাম নিয়ন্ত্রণে আনা না গেলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে শংঙ্কা জানিয়েছে সাধারণ মানুষ।
সবচেয়ে বেশী নৈরাজ্য চলছে ভোজ্যতেলের বাজারে। দোকানের থরে থরে সাজানো সয়াবিনের বোতল হাওয়া করে দেয়া হয়েছে। ব্যবসায়ীরা যে যেভাবে পারছে সেভাবেই ক্রেতাদের কাছে সয়াবিন তেল বিক্রি করছে। বোপতলজাত সবতেলের দাম সপ্তাহের ব্যবধানের লিটার প্রতি প্রায় ১৫ টাকা বাড়িয়ে দেয়া হয়েছে।
পেঁয়াজের দাম নিয়েও সাধারণ মানুষের মাঝে নেই স্বস্তি। সপ্তাহের ব্যাবধানে বেড়েছে দেড়গুণ।
রমজানের আগে সরকার দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।



























