সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আবার বাড়লো ৭ টাকা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আবার বাড়লো ৭ টাকা। প্রতি লিটার ১৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর আগে গত ৩ আগস্ট ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয় সংগঠনটি। এতে প্রতি লিটার খোলা সয়াবিন ১৮০, বোতলজাত ২০৫ এবং ৫ লিটারের জার ৯৬০ টাকা করার কথা বলা হয়। তবে ট্যারিফ কমিশন তা অনুমোদন করেনি। আজ মিলমালিকদের ওই সংগঠন এক বিজ্ঞপ্তিতে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত জানায়।