সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জ, মাদারীপুর ও সাতক্ষীরায় তিনজন নিহত হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জ, মাদারীপুর ও সাতক্ষীরায় তিনজন নিহত হয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর ধলেশ্বরী পাম্পের সামনে অজ্ঞাত যানবাহনের চাপায় এক সবজি ব্যাবসায়ী নিহত হয়েছে। ঘোলড়া হাইওয়ে থানা জানায়,সকালে সবজির আড়ৎ থেকে সবজি কিনে বাই সাইকেলে মানিকগঞ্জ যাওয়ার সময় গাড়ী চাপায় এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুরের সড়ক দূর্ঘটনায় আবু সাঈদ হাওলাদার নামে এক মাহিন্দ্র চালকের মৃত্যু হয়েছে। সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর টেক্সটাইল মিলের সামনের এ দুর্ঘটনাটি ঘটে।
এদিকে, সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় ইদ্রিস আলী পটু নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। গেলরাতে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন ওয়ারিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।