স্ল্যাব ভেঙে কুয়ায় পড়ে ১৩ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
ভারতে উত্তর প্রদেশের কুশিনগরে স্ল্যাব ভেঙে কুয়ায় পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে বেশ কয়েকজন।
বিয়ে বাড়িতে কয়েকজন মিলে একটি পুরোনো কুয়ার স্ল্যাবের ওপর বসেছিলেন। হঠাৎ স্ল্যাব ভেঙে কুয়ার ভেতরে পড়ে যান তারা। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া পর ১৩ জনকে মৃত ঘোষণা করা হয়। আরও দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর হাসপাতালে বিয়েবাড়ির সাজগোজে থাকা স্বজনদের মাতম করতে দেখা গেছে। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে।