স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক ব্যবহারে সচতেনতা বাড়াতে চট্টগ্রামে অভিযান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক ব্যবহারে সচতেনতা বাড়াতে চট্টগ্রাম জেলা প্রশাসন দ্বিতীয় দিনের মতো নগরজুড়ে অভিযান চালিয়েছে।
সকাল থেকে ৪জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে লোকসমাগম বেশী হওয়া স্থানগুলোতে অভিযান শুরু করে প্রশাসন। এসময় করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি তা প্রতিরোধে সার্বক্ষণিক মাস্ক পরতে সবাইকে নির্দেশ দেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা। একই সাথে মাস্ক না থাকা মানুষের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, গতকাল এই অভিযান শুরুর পর থেকে সাধারণ মানুষের মধ্যে মাস্ক পড়ার প্রবণতা বেড়েছে। কাল থেকে স্বাস্থ্যবিধি না মানা ব্যক্তিদের জেল জরিমানা করার হুশিয়ারিও দেন তিনি।