স্ত্রী-কন্যাসহ মতিউর ও বেনজীর পরিবারের সম্পদের হিসাব চেয়ে দুদকের আইনি নোটিশ

- আপডেট সময় : ০৮:০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ১৬৮২ বার পড়া হয়েছে
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তাঁর পরিবার এবং জাতীয় রাজস্ব বোর্ড থেকে সরিয়ে দেয়া সদস্য মোহাম্মদ মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বিকেলে দুদক কার্যালয়ের সামনে সচিব খোরশেদা ইয়াসমীন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জব্দ হওয়া সম্পদের বাইরে এই দুই পরিবারের সদস্যদের আর কোনো সম্পদ আছে কিনা, তা জানতে নোটিশ জারি করা হয়েছে। নোটিশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে তাদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দুদকে জমা দিতে হবে। এরই মধ্যে তিন দফায় বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। ওইসব সম্পদ তার বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। এজন্য তাদের অর্থ-সম্পদকে অপরাধলব্ধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একইভাবে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যের স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য রয়েছে দুদকের হাতে; যা তার বৈধ আয়ের চেয়ে অস্বাভাবিক। দুদকের অনুসন্ধানে দেখা গেছে, চাকরি জীবনে তিনি বৈধ অর্থ উপার্জন করেছেন গাণিতিক হারে, আর অবৈধ সম্পদ কামিয়েছেন জ্যামিতিক হারে।